menu-iconlogo
huatong
huatong
avatar

আমার ময়না টিয়া || Amar Moyna tiya

Ali İnsanhuatong
🦋⃝ᶦᶬ𝐇𝐮𝐌𝐚𝐘𝐮𝐍🦋⃝࿐ѕℓg.huatong
Liedtext
Aufnahmen
আমার ময়না টিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

আমার ময়না টিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

তুমি মান করনা ও সোনারচান

শোনো প্রানের প্রিয়া

তুমি মান করনা ও সোনারচান

শোনো প্রানের প্রিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

আমার ময়না টিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

অস্থির গানের রাজ্য (OGR)

পছন্দের গান পেতে আমার

Songbook থেকে ঘুরে আসুন

দুই ফালি ধান বেচিয়া

কিনমুগো লাল শাড়ি

সেই শাড়ি পিন্দিয়াগো তুমি

আইবা আমার বাড়ি

দুই ফালি ধান বেচিয়া

কিনমুগো লাল শাড়ি

সেই শাড়ি পিন্দিয়াগো তুমি

আইবা আমার বাড়ি

মাঝে মাঝে মাইরো উকি

ঘুমটাখান তুলিয়া

তুমি মাঝে মাঝে মাইরো উকি

ঘুমটাখান তুলিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

আমার ময়না টিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

নয়া ধানের চিড়া কুটমু

ঘরের চাকা দই

দেখবা কত মজা লাগে

আরো ভাজমু খই

নয়া ধানের চিড়া কুটমু

ঘরের চাকা দই

দেখবা কত মজা লাগে

আরো ভাজমু খই

কইচি বাইমু তুমি আমি

খেতার তলে বইয়া

হাইগো কইচি বাইমু তুমি আমি

খেতার তলে বইয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

আমার ময়না টিয়া

আগন মাসের ধান তুলিয়া

করমু তোমায় বিয়া

Mehr von Ali İnsan

Alle sehenlogo

Das könnte dir gefallen