আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
কৃষ্ণ বীণা মোর জীবনের
কৃষ্ণ বীণা মোর জীবনের
কি আর আছে দাম ……
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
*******
যেদিন মায়ের গর্ভে ছিলাম
তোমায় কত ডেকেছিলাম
যেদিন মায়ের গর্ভে ছিলাম
তোমায় কত ডেকেছিলাম
আবার জন্ম নিয়ে নেইনি মুখে
মধু মাখা এই হরিনাম
কৃষ্ণ বীণা মোর জীবনের
কি আর আছে দাম ……
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
চোখে দিও তুলশী পাতা
বুকে দিও কিতাব
চোখে দিও তুলশী পাতা
বুকে দিও কিতাব
আবার কর্ণ মূলে শোনাইও
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম
কৃষ্ণ বীণা মোর জীবনের
কি আর আছে দাম ……
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
নামাবলি দিও অঙ্গে
তিলক মালা তারই সঙ্গে
নামাবলি দিও অঙ্গে
তিলক মালা তারই সঙ্গে
আবার অন্তিমকালে কৃষ্ণ বলে
ছেড়ে যাবো এই ধরাধাম
কৃষ্ণ বীণা মোর জীবনের
কি আর আছে দাম ……
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম