menu-iconlogo
huatong
huatong
ananthu-maya-nodhi-jjbi-baiya-cover-image

Maya Nodhi jJbi Baiya

Ananthuhuatong
𒆜Mahmud𝄞মাহমুদ𒆜huatong
Liedtext
Aufnahmen
মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

নাইয়া …..ও নাইয়া …..

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও নাইয়া রে…..

আমি অষ্ট ইঞ্চি নদীর দিক

খাউজ কাটা মাপের ঠিক

চার আঙ্গুলে যাওনা পাড়ি দিয়া

ও নাইয়া…..

ও নাইয়া রে…..

আমি অষ্ট ইঞ্চি নদীর দিক

খাউজ কাটা মাপের ঠিক

চার আঙ্গুলে যাওনা পাড়ি দিয়া

তুমি বেহুশারে পাড়ি দিলেরে নাইয়া

বেহুশারে পাড়ি দিলে

মালামাল সব যাবে হারাইয়া

রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও নাইয়া রে….

আরে সেই না নদীর ডাকে ডাকে

কুমির উঠে যাকে যাকে

ফাঁদে ফেলে ফেলাইবে খাইয়া

নাইয়া …..ও নাইয়া …..

ও নাইয়া রে….

ওরে সেই না নদীর বাকে বাকে

কুমির উঠে যাকে যাকে

ফাঁকে ফেলে ফেলাইবে খাইয়া

আগে গুরুর কাছে মন্তর নিয়েরে নাইয়া

বিবেক হল গায়ে মাখিয়ারে নাইয়া

এইবার যাওনা সাতাঁর দিয়ারে

রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও নাইয়ারে …..

ওরে সেই না নদী ঘুমোন ছুটে

পাড় ভাঙ্গিয়া পানি উঠে

সাধের বাগান গেল রে ভাসিয়া

নাইয়া...

ও নাইয়ারে …..

ওরে সেই না নদী ঘুমোন ছুটে

পাড় ভাঙ্গিয়া পানি উঠে

সাধের বাগান গেলরে ভাসিয়া

ওরে সাধের বাগান

ভাইসা গেলরে নাইয়া

কতো সাধু গুরু

ভাইসা গেলরে নাইয়া

তোর মায়া নদী দিয়ারে

রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও রঙ্গিলা দেশের নাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও নাইয়া রে….

Mehr von Ananthu

Alle sehenlogo

Das könnte dir gefallen