menu-iconlogo
huatong
huatong
avatar

Kare Dekhabo Moner Dukkho Go -HD

Andrew Kishorhuatong
forhad99huatong
Liedtext
Aufnahmen
শিরোনামঃ কারে দেখাবো মনের দুঃখ গো

শিল্পীঃ এন্ড্রু কিশোর

সুরকারঃ বিদিত লাল দাস

গীতিকারঃ রাধারমণ

<<>>

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

.......

কথা ছিল সঙ্গে নিবো....

সঙ্গে আমায় নাহি নিল গো

কথা ছিল সঙ্গে নিবো...

সঙ্গে আমায় নাহি নিল গো

আমারে একেলা থুইয়া

আমারে একেলা থুইয়া

রইলো কোথায় গিয়া

জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

ঘর বান্ধিবো সখীর সনে

কত আশা ছিল মনে গো

ঘর বান্ধিবো সখীর সনে

কত আশা ছিল মনে গো

ভাঙ্গিলো আদরের জোড়া

ভাঙ্গিলো আদরের জোড়া

কি যে গেলো হইয়া

জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

Mehr von Andrew Kishor

Alle sehenlogo

Das könnte dir gefallen