menu-iconlogo
huatong
huatong
andrew-kishore--cover-image

প্রেমের সমাধি ভেঙে

Andrew Kishorehuatong
jadafcuhuatong
Liedtext
Aufnahmen
প্রেমের সমাধি ভেঙে,

মনের শিকল ছেড়ে

পাখি যায় উড়ে যায়।

তোমায় পাবনা জানি,

শুধু চোখের পানি

দিয়ে গেলে আমায়।

খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,

বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।

পাখি যায় উড়ে যায়,

প্রেমের সমাধি ভেঙে,

মনের শিকল ছেড়ে

পাখি যায় উড়ে যায়,

আমার হৃদয় ভেঙে যায়....

বাংলা সংগীত পরিবার (BSP)

ফুল ফুটেছিল মনেরও বাগিচায়,

পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।

কোন অপরাধে আমার প্রেমের

তরী অকূলে ভাসালে?

ও ও ও ও..….......

আআআ……..আআআ…..

আমি ছিলাম তোমার চোখের মনি

কেন আঁধারে ডুবালে ?

তুমি যাও চলে যাও,

শুধু স্মৃতি রেখে যাও,

তোমার স্মৃতি স্মরনে

বেঁচে রব জীবনে,

আমি চোখের জলে।

আমার হৃদয় ভেঙে যায়...

এমন আরো পছন্দের গান পেতে

তীরভাঙা ঢেউ আমি, নীড়ভাঙা ঝড়,

উজান ভাটির দুনিয়াতে সব ই হল পর।

চেয়েছিলাম আমি

হৃদয়ে তোমার সুখের

প্রদীপ জ্বালাবো,

ও ও ও ও……....

আআআ……..আআআ…..

সুখে যদি থাকো

আমি শত দুখে হেসে যাব….

তুমি যাও চলে যাও,

শুধু স্মৃতি রেখে যাও।

প্রেমের সমাধি ভেঙে,

মনের শিকল ছেড়ে

পাখি যায় উড়ে যায়,

তোমায় পাবনা জানি,

শুধু চোখের পানি

দিয়ে গেলে আমায়।

খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,

বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।

পাখি যায় উড়ে যায়,

প্রেমের সমাধি ভেঙে,

মনের শিকল ছেড়ে

পাখি যায় উড়ে যায়,

আমার হৃদয় ভেঙে যায়....

Mehr von Andrew Kishore

Alle sehenlogo

Das könnte dir gefallen