menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhechi Rupsagore||দেখেছি রূপসগরে মনের মানুষ

Anirban Sikdarhuatong
rho582003huatong
Liedtext
Aufnahmen
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নিভেনা

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরনে জ্বলছে আগুন আর নিভেনা

আমায় বলে বলুক লোকে মন্দ

বিরহে তার প্রান বাঁচে না

বলে বলুক লোকে মন্দ

বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

হম... হুম.. হুম..

হোও.. ওহো...ওহো..

গথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে

পথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে

বিরলে বসে কর যোগ সাধনা

পথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে

বিরলে বসে কর যোগ সাধনা

একবার ধরতে পেলে মনের মানুষ

ছেড়ে যেতে আর দিওনা

ধরতে পেলে মনের মানুষ

ছেড়ে যেতে আর দিওনা, দেখেছি

দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেও আর পেলেম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেও আর পেলেম না, দেখেছি

দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

হোও...ওহো...হোহোও.....

Mehr von Anirban Sikdar

Alle sehenlogo

Das könnte dir gefallen

Dekhechi Rupsagore||দেখেছি রূপসগরে মনের মানুষ von Anirban Sikdar - Songtext & Covers