menu-iconlogo
huatong
huatong
avatar

Bela Bose-2441139

Anjan Dutthuatong
🍁Ahsan🎸🪕📯🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩huatong
Liedtext
Aufnahmen
2441139

অঞ্জন দত্ত

Uploaded by Ahsan_SaM

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?

এখন আর কেউ আটকাতে পারবেনা

সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো

মা কে বলে দাও বিয়ে তুমি করছো না

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?

এখন আর কেউ আটকাতে পারবেনা

সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো

মা কে বলে দাও বিয়ে তুমি করছো না

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

আর মাত্র কয়েকটা মাস ব্যাস!

Starting এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে confirm

চুপ করে কেন বেলা কিছু বলছো না?

এটা কি 2441139?

বেলা বোস তুমি পারছো কি শুনতে?

১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

Hello! 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

Meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার

Instrumental (Uploaded by Ahsan_SaM)

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতদিন ধরে এত অপেক্ষার

রাস্তার কত সস্তা হোটেলে

বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার!

আর কিছু দিন তারপর বেলা মুক্তি

কসবার ঐ নীল দেয়ালের ঘর

সাদা-কালো এই জঞ্জালে ভরা

মিথ্যে কথার শহরে

তোমার আমার লাল-নীল সংসার।

এটা কি 2441139

বেলা বোস তুমি পারছো কি শুনতে

১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার।

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো ?

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি

কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ?

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো ?

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি

কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ?

এটা কি 2441139

বেলা বোস তুমি পারছো কি শুনতে ?

১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার।

হ্যালো 2441139, 2441139

ধুর ছাই হ্যালো 2441139..

Uploaded by Ahsan_SaM

Mehr von Anjan Dutt

Alle sehenlogo

Das könnte dir gefallen