ছেঃ এক সুন্দরী আছে, আমার সাথে
বড় ভালো লাগে পথো চলতে
মেঃ এক প্রিয়োজন আছে,আমার সাথে
বড় ভালো লাগে কথা বলতে
ছেঃ ভালো লাগে
মেঃ বড় ভালে লাগে
ছেঃ এক সুন্দরী আছে, আমার সাথে
বড় ভালো লাগে পথো চলতে
মেঃ এক প্রিয়োজন আছে,আমার সাথে
বড় ভালো লাগে কথা বলতে।
⃝?চেনা ? সুর ⃝?
মেঃ তোমারি হাত ধরে যেতে পারি
স্বর্গ কিবা নরকে।
মেঃ তোমারি হাত ধরে যেতে পারি
স্বর্গ কিবা নরকে
স্বর্গ কিবা নরকে
ছেঃ যেখানেই যাই যতো দুরে যাই
নিয়ে যাবো তোমাকেই
মেঃ এক প্রিয়োজন আছে,আমার সাথে
বড় ভালো লাগে কথা বলতে
ছেঃ ও এক সুন্দরী আছে, আমার সাথে
বড় ভালো লাগে পথো চলতে।
⃝?চেনা ? সুর ⃝?
ছেঃ তোমার ঐ চোখে চেয়ে চেয়ে
স্বপ্ন দেখি জীবনে।
ছেঃ তোমার ঐ চোখে চেয়ে চেয়ে
স্বপ্ন দেখি জীবনে
স্বপ্ন দেখি জীবনে
মেঃ তোমাকে চাই কাছে পেতে চাই
সাথী করে ভূবনে
ছেঃ এক সুন্দরী আছে, আমার সাথে
বড় ভালো লাগে পথো চলতে
মেঃ এক প্রিয়োজন আছে,আমার সাথে
বড় ভালো লাগে কথা বলতে
ছেঃ ভালো লাগে
বড় ভালে লাগে
মেঃ ভালো লাগে
বড় ভালে লাগে।