menu-iconlogo
huatong
huatong
avatar

NEELA BY MILES [ UP : SUBCONSCIOUS MIND ]

ANTAKhuatong
♛-𝓼ꪊ𝕓cοƞ𝓼c𝙞οꪊš⠀𝐌𝐢𝐧𝐝🎭huatong
Liedtext
Aufnahmen
TRACK : NEELA

BAND : MILES

UPLOAD : DURZOY MIRZA

LYRICS :-

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকে শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোঁয়ায়

তোমাকে কাছে পাই

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে

ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

ফুলের মতো

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরও কাছে পেতে চাই

দুরন্ত প্রেম

ঝর্ণাধারারই মতো

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে

ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

<=====> MUSIC <=====>

[ UP : SUBCONSCIOUS MIND ]

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে

ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

[ UP : SUBCONSCIOUS MIND ]

<=====> THNX <=====>

Mehr von ANTAK

Alle sehenlogo

Das könnte dir gefallen