menu-iconlogo
huatong
huatong
avatar

Jani Okaron (From "Fatafati")

Antara Mitra/Ishan Mitra/Amit Chatterjee/Ritam Senhuatong
scorpionelecthuatong
Liedtext
Aufnahmen
জানি অকারণ, আজও তুমি প্রয়োজন

জানি অকারণ, তবু অগোছালো মন

কাল রাতে ঝরেছে পলাশ

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায়

জানি অকারণ, তবু ভালো লেগে যায়

রিবনে বাঁধি সোহাগের মাস

জানি অকারণ

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক

ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়

সড়কের বাঁকে

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক

ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়

সড়কের বাঁকে

ওরে মন রে, ওরে মন রে

রাঙিয়ে যাস আমারে

ওরে মন রে, ওরে মন রে

কেন ভোলাস আমারে

জানি অকারণ, আজও তুমি প্রয়োজন

জানি অকারণ, তবু অগোছালো মন

কাল রাতে ঝরেছে পলাশ

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায়

জানি অকারণ, তবু ভালো লেগে যায়

রিবনে বাঁধি সোহাগের মাস

জানি অকারণ

ছুঁয়ে থাকি আলগোছে, কেন সুখের দাগ মুছে

তোমারই মাতন মেখে

সত্যি কোনো গল্প না, পাওয়া তোমায় অল্প না

কি মায়া বুনেছো দু'চোখে

বেঁধেছো কিসে আমাকে

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায়

জানি অকারণ, তবু ভালো লেগে যায়

রিবনে বাঁধি সোহাগের মাস

জানি অকারণ

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক

ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়

সড়কের বাঁকে

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক

ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়

সড়কের বাঁকে

ওরে মন রে, ওরে মন রে

রাঙিয়ে যাস আমারে

ওরে মন রে, ওরে মন রে

কেন ভোলাস আমারে

Mehr von Antara Mitra/Ishan Mitra/Amit Chatterjee/Ritam Sen

Alle sehenlogo

Das könnte dir gefallen