menu-iconlogo
huatong
huatong
avatar

Bolona Kothay Tumi | বলোনা কোথায় তুমি

Arfin Rumeyhuatong
pleisme207huatong
Liedtext
Aufnahmen
বল না কোথায় তুমি

এ বুকে আছ কোন পাশে

বল না কোথায় তুমি

আছ কি মিশে নিঃশ্বাসে...

মনের ঘরে যতন করে

তোমায় রেখেছি আপন করে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

জোছনা নামাও তুমি হৃদয় আঙ্গিনায়

আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়

রাত শেষে ভোর নামাও কত ভালবেসে

সারা দিন জড়িয়ে রাখ সুখেরি আবেশে

তুমি আছ বলে ফাগুন আসে ফুলে

মনের ঘরে, যতন করে

তোমায় রেখেছি আপন করে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

মনের নৌকা তুমি দোলাও আনমনে

ছবি হয়ে থাক তুমি এ মনের গহীনে

ও..কখনও তুমি এসে হৃদয় হারাও

কক্ষনও তুমি এসে সামনে দাঁড়াও

হাতে হাত রেখে ছুঁয়ে দাও না আমাকে

মনের ঘরে যতন করে

তোমায় রেখেছি আপন করে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে

এ কোন প্রেমে নিলে জড়িয়ে

Mehr von Arfin Rumey

Alle sehenlogo

Das könnte dir gefallen