menu-iconlogo
huatong
huatong
arijit-chakraborty-bhebe-dekh-mon-cover-image

Bhebe Dekh Mon

Arijit Chakrabortyhuatong
karenjean1huatong
Liedtext
Aufnahmen
ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে,

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে,

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মণ্ডলে..

যার জন্য মর ভেবে

সে কি তোমার সঙ্গে যাবে,

যার জন্য মর ভেবে

সে কি তোমার সঙ্গে যাবে,

সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে

সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মণ্ডলে..

দিন দুই তিনের জন্য ভবে

কর্তা বলে সবাই মানে,

দিন দুই তিনের জন্য ভবে,

কর্তা বলে সবাই মানে।

সে কর্তারে দেবে ফেলে

কালাকালের কর্তা এলে,

সে কর্তারে দেবে ফেলে,

কালাকালের কর্তা এলে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মণ্ডলে..

শ্রী রামপ্রসাদ বলে

সমন যখন ধরবে চুলে

শ্রী রামপ্রসাদ বলে

সমন যখন ধরবে চুলে

ডাকবি কালী কালী বলে

কি করতে পারবে কালে

ডাকবি কালী কালী বলে

কি করতে পারবে কালে

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মণ্ডলে,

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মণ্ডলে,

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে

ভেবে দেখ মন কেউ কারো নয়

মিছে ভ্রম ভূ মন্ডলে...

Mehr von Arijit Chakraborty

Alle sehenlogo

Das könnte dir gefallen