menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake

Arko/Shreya Ghoshalhuatong
shantih_starhuatong
Liedtext
Aufnahmen
প্রাণ দিতে চাই, মন দিতে চাই

সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই

তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই

দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই

তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে

রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে

গানে, অভিসারে, চাই শুধু বারেবারে

তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে

বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই

আর ভোলা যাবেনা জীবনে কখনোই,

তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,

তুমি আসলে জোনাকি রাশি রাশি

রাখি আগলে তোমায় অনুরাগে

বলো কিভাবে বোঝাই ভালোবাসি?

সব চিঠি সব কল্পনা জুড়ে

রং মিশে যায় রুক্ষ দুপুরে

সেই রং দিয়ে তোমাকেই আঁকি

আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই

সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই

তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই

আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই

তোমাকে, ও.. তোমাকে।

Mehr von Arko/Shreya Ghoshal

Alle sehenlogo

Das könnte dir gefallen