menu-iconlogo
huatong
huatong
avatar

Oporadhi অপরাধী Remix

Arman Alif অপরাধীhuatong
mikewmurphyhuatong
Liedtext
Aufnahmen
একটা সময় তরে আমার সবই ভাবিতাম

তোর মন পিঞ্জিরায় যতন করে আগলাইয়া রাখিতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তরে ঠাই

এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই

ওরে আদর কইরা পিঙ্গিরাতে পুষলাম পাখিরে

তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে

ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলোকে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে

একটা সময় তরে আমার সবই ভাবিতাম

তোর মন পিঞ্জিরায় যতন করে আগলাইয়া রাখিতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম

ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তরে ঠাই

এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই

ওরে আদর কইরা পিঙ্গিরাতে পুষলাম পাখিরে

তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে

ও মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলোকে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে

তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম

ওরে রাইতের পর রাইত জাগিইয়া গান লিখিতাম

আমার সেই গানেরে সুরে তোরে খুজিয়া লইতাম

এখন একলা একা সময় গুলা কাটাই কেমনে

এতো ভালোবাসার পরেও আমার কমকি ছিলরে

রোজ রাইতে আমার জোনাক পোকা কানে কানেকয়

দেইখা লো রে ত্রিভূবনে কেউতো কারো নয়

মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলোকে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জ্বলেনা

এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না

কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙেনা

কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতে

ও ভীর জমায় না

এখন তারার মতো জ্বলে নেভে কষ্ট গুলারে

আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছিরে

রোজ রাইতে আমার জোনাক পোকা কানে কানে কয়

দেইখা লো রে ত্রিভূবনে কেউতো কারো নয়

মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে

আমার অনু ভূতির সাথে খেলার অধিকার দিলোকে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে

Thank You

Mehr von Arman Alif অপরাধী

Alle sehenlogo

Das könnte dir gefallen