menu-iconlogo
huatong
huatong
avatar

Je Tomay Chaare Charuk

Arpanhuatong
plyonnazhuatong
Liedtext
Aufnahmen
যে তোমায় ছাড়ে ছাড়ুক,

আমি তোমায় ছাড়ব না মা!

আমি তোমার চরণ

মা গো, আমি তোমার চরণ করব শরণ,

আর কারো ধার ধারব না মা ॥

কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতনরাশি

আমি জানি গো তার মূল্য জানি,

পরের আদর কাড়ব না মা ॥

মানের আশে দেশবিদেশে

যে মরে সে মরুক ঘুরে

তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা,

ভুলতে সে যে পারব না মা!

ধনে মানে লোকের টানে

ভুলিয়ে নিতে চায় যে আমায়

ও মা, ভয় যে জাগে শিয়র বাগে,কারো

কাছেই হারব না মা ॥

Mehr von Arpan

Alle sehenlogo

Das könnte dir gefallen