menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Poth Chola

Artcellhuatong
ogron01huatong
Liedtext
Aufnahmen
আমার পথ চলা আমার পথে

যেন বেলা শেষে আকাশ কার মোহে

আমার স্বপ্ন আমার সাথে

যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে

খুঁজে পায় জীবনের তীর

জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে

ছুটে চলি পথে পথে

যেন কার মায়াতে

বাধা পড়েছে জীবন যে

কত সুখ কল্পনা

কত মিথ্যে প্রলোভন

কষ্টের প্রতিটিক্ষন

শোনায় তার আহ্বান

আমার আলোয় আলোকিত

হতে চেয়ে আধাঁরে মিলিয়ে

আমার স্বপ্ন আমার সাথে

যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে

খুঁজে পায় জীবনের তীর

জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে

ছুটে চলি পথে পথে

যেন কার মায়াতে

বাধা পড়েছে জীবন যে

কত সুখ কল্পনা

কত মিথ্যে প্রলোভন

কষ্টের প্রতিটিক্ষন

শোনায় তার আহ্বান

আমি আজ নেই তবু

কত সুর ওঠে বেজে

তোমার ঐ গানের মাঝে

এই পথ গেছে মিশে

আমার বেলা শেষে

স্বপ্ন ফিরে আসে

পৃথিবীর দূর দেশে

জীবনকে কোন এক স্বপ্ন

ভেবে

আমি কার আশাতে

ছুটে চলি পথে পথে

যেন কার মায়াতে

বাধা পড়েছে জীবন যে

কত সুখ কল্পনা

কত মিথ্যে প্রলোভন

কষ্টের প্রতিটিক্ষণ

শোনায় তার আহ্বান

আমি কার আশাতে

ছুটে চলি পথে পথে

যেন কার মায়াতে

বাধা পড়েছে জীবন যে

কত সুখ কল্পনা

কত মিথ্যে প্রলোভন

কষ্টের প্রতিটিক্ষণ

শোনায় তার আহ্বান

Mehr von Artcell

Alle sehenlogo

Das könnte dir gefallen