menu-iconlogo
huatong
huatong
avatar

Oniket prantor

ARTCELL Linkon D Costahuatong
mystic99999huatong
Liedtext
Aufnahmen
তবু এই দেয়ালের শরীরে

যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ

পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার

যতো উদ্ভাসিত আলো রং

আকাশের মতন অকস্মাত নীল

নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ

তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে

বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এইখানে আছে অবলীল হাওয়া

জানালা বদ্ধ ঘরে আসে যায়

দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত

তোমার ছায়ায় জমে এসে ভয়

আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস

ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়

রাত্রির এই একা ঘর ঝুলে

আছে শূন্যের কাঁটাতারে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে

মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

Das könnte dir gefallen

Oniket prantor von ARTCELL Linkon D Costa - Songtext & Covers