menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhte Bou Bou

Ash King/Prashmita Paulhuatong
ms.prettyp06_0204huatong
Liedtext
Aufnahmen
দেখতে বৌ বৌ, কিন্তু মস্ত ভৌ ভৌ

বেশ জুটে গেছে কপালে

দেখতে বৌ বৌ, কিন্তু মস্ত ঘৌ ঘৌ

ফেঁসে গেছি আমি অকালে

নিজেকে সে ভাবে Victoria

পারা যায় বলো কি করিয়া

ঘোরালো নাকে দড়ি দিয়া

বিয়ের পরে এ আজব headache

দেখতে বর বর, কিন্তু আস্ত বর্বর

একটা জুটে গেছে কপালে

দেখতে handsome, কিন্তু ফেলুরাম

ফেঁসে গেছি আমি অকালে

কফিনের ফেলেছি গর্ত করে

ক'দিনেই গিয়েছি জ্বলে পুড়ে

গেল না আর এই জীবনে

আমায় ছেড়ে এ আজব headache

দুম-দুম-দুম, দো-দুমা

বোঝে না, আমাকে বোঝে না

দুম-দুম-দুম, দো-দুমা

বোঝে না, আমাকে বোঝে না

কেঁদে বাঁচি, ছেড়ে দে মা

শোনে না, সে কথা শোনে না

নিজেকে সে ভাবে Victoria

পারা যায় বলো কি করিয়া

ঘোরালো নাকে দড়ি দিয়া

বিয়ের পরে এ আজব headache

Mehr von Ash King/Prashmita Paul

Alle sehenlogo

Das könnte dir gefallen