menu-iconlogo
logo

কই গেছিলা কাইল -মুন

logo
avatar
Ashalogo
Risingstar47804115logo
In App singen
Liedtext
কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

ফিরে গেলাম এসে আমি, ফিরে গেলাম এসে আমি

ভর দুপুরের বেলা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

ফিরে গেলাম এসে আমি, ফিরে গেলাম এসে আমি

ভর দুপুরের বেলা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

রাইতে দিলাম তোমার ফোনে দশ বারোটা কল

একটাও ধরলে না তুমি কেমন করো ছল

রাইতে দিলাম তোমার ফোনে দশ বারোটা কল

একটাও ধরলে না তুমি কেমন করো ছল

কবে আর বুঝিবা তুমি

কবে আর বুঝিবা তুমি বুকেরি জ্বালা ...

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

কয়দিন যাবৎ লক্ষ্য করি ভাবি বারে বার

কেমন যেন হয়ে গেছে তোমার ব্যবহার

কয়দিন যাবৎ লক্ষ্য করি ভাবি বারে বার

কেমন যেন হয়ে গেছে তোমার ব্যবহার

তবে কি শুখাইয়া গেছে

তবে কি শুখাইয়া গেছে প্রেমেরি মালা......

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন

মনের যদি হয়রে কিছু রাখবো না জীবন

আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন

মনের যদি হয়রে কিছু রাখবো না জীবন

কাঁনতে কাঁনতে হাসান মতির

কাঁনতে কাঁনতে হাসান মতির দেহটা কালা.....

কই গেছিলা কাইল

বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

ফিরে গেলাম এসে আমি, ফিরে গেলাম এসে আমি

ভর দুপুরের বেলা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

ফিরে গেলাম এসে আমি, ফিরে গেলাম এসে আমি

ভর দুপুরের বেলা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা

কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা....

কই গেছিলা কাইল -মুন von Asha - Songtext & Covers