menu-iconlogo
huatong
huatong
avatar

Paradeshi Jao Re

Asha Boslehuatong
qtpie84193huatong
Liedtext
Aufnahmen
পরদেশি মেঘ

পরদেশি মেঘ…

যাও রে ফিরে

পরদেশি মেঘ যাও রে ফিরে

বলিও আমার পরদেশি রে

পরদেশি মেঘ যাও রে ফিরে

বলিও আমার পরদেশি রে

পরদেশি মেঘ যাও রে ফিরে..

সে দেশে যবে বাদল ঝরে

কাঁদে না কি প্রাণ

একেলা ঘরে,

সে দেশে যবে বাদল ঝরে

কাঁদে না কি প্রাণ

একেলা ঘরে,

বিরহ ব্যথা নাহি কি সেথা

বিরহ ব্যথা নাহি কি সেথা

বাজে না বাঁশি নদীর তীরে

পরদেশি মেঘ যাও রে ফিরে

বলিও আমার পরদেশি রে

পরদেশি মেঘ…

পরদেশি মেঘ যাও রে ফিরে

বাদল রাতে ডাকিলে পিয়া

বাদল রাতে ডাকিলে পিয়া

ডাকিলে পিয়া

পিয়া পাপিয়া,

ডাকিলে পিয়া

পিয়া পাপিয়া,

বেদনায় ভ'রে ওঠে না কি রে

কাহারো হিয়া।

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ

জাগে না সেথা কি

প্রাণে কোন সাধ,

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ

জাগে না সেথা কি

দেয় না কেহ গুরুগঞ্জনা

দেয় না কেহ গুরুগঞ্জনা

সে দেশে বুঝি কুলবতী রে

পরদেশি মেঘ যাও রে ফিরে

বলিও আমার পরদেশি রে

পরদেশি মেঘ যাও রে ফিরে

বলিও আমার পরদেশি রে

পরদেশি মেঘ… যাও রে ফিরে

Mehr von Asha Bosle

Alle sehenlogo

Das könnte dir gefallen