menu-iconlogo
huatong
huatong
ashes-amar-vindeshi-tara-cover-image

Amar Vindeshi Tara আমার ভিনদেশী তারা

Asheshuatong
𝚁𝙹_𝚁𝚊𝚢𝚑𝚊𝚗🔥🅱️🅱️S⚔️🇧🇩huatong
Liedtext
Aufnahmen
আমার ভিনদেশী তারা

একা রাতেরি আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে!

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বল কাকে?

আমার রাত জাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ি

আমার ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ি।

আমার আকাশ দেখা ঘুড়ি...

কিছু মিথ্যে বাহাদুরি

আমার আকাশ দেখা ঘুড়ি...

কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতলপাটি

তুমি মায়ের মতই ভালো

আমি একলাটি পথ হাঁটি।

আমার বিচ্ছিরী এক তারা

তুমি নাওনা কথা কানে

তোমার কিসের এতো তাড়া

রাস্তা পার হবে সাবধানে।

তোমার গায় লাগেনা ধুলো...

আমার দু'মুঠো চালচুলো

তোমার গায় লাগেনা ধুলো...

আমার দু'মুঠো চালচুলো।

রাখো শরীরে হাত যদি

আর জল মাখ দুই হাতে

প্লিস ঘুম হয়ে যাও চোখে

আমার মন খারাপের রাতে।

আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ি

আমি পাইনা ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারি।

আমার ভিনদেশী তারা..

একা রাতেরি আকাশে...

তুমি বাজালে একতারা....

আমার চিলেকোঠার পাশে.....

আমার রাত জাগা তারা,

তোমার আকাশ ছোঁয়া বাড়ি..

আমি পাইনা ছুঁতে তোমায়,

আমার একলা লাগে ভারি।

আমার ভিনদেশী তারা...

হম্মু রা রা রারা রে

আমি পাইনা ছুঁতে তোমায়,

আমার একলা লাগে ভারি।

Mehr von Ashes

Alle sehenlogo

Das könnte dir gefallen