menu-iconlogo
huatong
huatong
avatar

কখনও ভালোবাসনি

Asif Akbarhuatong
princesssaladahuatong
Liedtext
Aufnahmen
কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

জীবনের ডাইরী টা খুলে দেখি

এ আমার বড় পরাজয় ও..

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

হারানো স্মৃতি

হাত বাড়িয়ে

পিছু ডাকে আমাকে

পুরনো কথা মনে পড়তেই

জ্বল আসে দো,চোখে

ও হারানো স্মৃতি

হাত বাড়িয়ে

পিছু ডাকে আমাকে

পুরনো কথা মনে পড়তেই

জ্বল আসে দো,চোখে

পেয়েছো কি সুখ তুমি অবশেষে

তবে কেনো ভেঙ্গেছো হ্রদয় ও..

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

সুখেরি জীবন নষ্ট করে

দিয়েছো নিজেরি হাতে

চাইনা আমি চলনার প্রেম

যে প্রেম জানে কাঁদাতে

ও সুখেরি জীবন নষ্ট করে

দিয়েছো নিজেরি হাতে

চাইনা আমি,চলনার প্রেম

যে প্রেম জানে কাঁদাতে

সময়ের ব্যবধানে কেন তুমি আজ

পেলে না সুখের পরিচয় ও.

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

জীবনের ডাইরী টা খুলে দেখি

এ আমার বড় পরাজয় ও..

কখনও ভালোবাসনি

করেছো শুধু অভিনয়

ধন্যবাদ সবাইকে

Mehr von Asif Akbar

Alle sehenlogo

Das könnte dir gefallen