menu-iconlogo
huatong
huatong
avatar

কেমন আগুন জালাইলি বুকে

Atif Ahmed Niloyhuatong
vivamaria1huatong
Liedtext
Aufnahmen
তরে অনেক ভালোবাসি

তুই আছিস এই বুকে

ভুইলা গেলি দেওয়া কসম

কেমনে আছিস সুখে

তরে অনেক ভালোবাসি

তুই আছিস এই বুকে

ভুইলা গেলি দেওয়া কসম

কেমনে আছিস সুখে

যদি তরে না পাই আমি

কি করবো আর বেচে

ঘুম কারিয়া নিলি রে তুই

ঘুমাইলি কার বুকে

কেমন আগুন জালাইলি বুকে

ও বেইমানরে....

জইলা পুইরা কয়লা হইলাম রে...

কেমন আগুন জালাইলি বুকে

ও বেইমানরে....

জইলা পুইরা কয়লা হইলাম রে...

এমন আরো পছন্দের গান পেতে

যত্ন কইরা ঘর বানাইলাম

থাকবো আমারা দুইজন

ঘর ভাঙ্গিয়া ইট ভাটায় তুই

জালাই দিলি আগুন

যত্ন কইরা ঘর বানাইলাম

থাকবো আমারা দুইজন

ঘর ভাঙ্গিয়া ইট ভাটায় তুই

জালাই দিলি আগুন

এতো ভালো কে বাসবো তরে

ও বেঈমান রে

এতো আদর কে করবো তরে

এতো ভালো কে বাসবো তরে

ও বেঈমান রে

এতো আদর কে করবো তরে

দয়ে করে মিউজিক কপি কিরবেন না

স্মুল এর সৌন্দর্য বজায় রাখুন

লাইক দিতে ভুলবেন না কিন্তু

আগের মতো নাইরে আমি

নাই রে মনটা ভাল

কার আকাশে চাদ হইলি তুই

আমি আধার কালো

আগের মতো নাইরে আমি

নাই রে মনটা ভাল

কার আকাশে চাদ হইলি তুই

আমি আধার কালো

এতো ভালো কে বাসবো তরে

ও বেঈমান রে

এতো আদর কে করবে তরে?

এতো ভালো কে বাসবো তরে

ও বেঈমান রে

এতো আদর কে করবে তরে?

দুনিয়া যত দিন থাকবে, ভালোবাসাও

ততোদিন বেচে থাকবে কিন্তু সত্যি

ভালোবাসা খুজে পাওয়া যাবে না।।

Mehr von Atif Ahmed Niloy

Alle sehenlogo

Das könnte dir gefallen

কেমন আগুন জালাইলি বুকে von Atif Ahmed Niloy - Songtext & Covers