menu-iconlogo
huatong
huatong
avatar

Hat Katiya Rokto Diya

Atif Ahmed Niloyhuatong
➳ᴹ͢ᴿ᭄ᴺᵃᶻᵐᵘˡ⛦ᴴᵃˢᵃᴺ᭄✿࿐huatong
Liedtext
Aufnahmen
হাত কাটিয়া রক্ত দিয়া

লেইখা ছিলাম নাম

বেইমান প্রিয়া দিলে নারে

আমার প্রেমের দাম

হাত কাটিয়া রক্ত দিয়া

লেইখা ছিলাম নাম

বেইমান প্রিয়া দিলে নারে

আমার প্রেমের দাম

রক্তে লেখা নামটা আজও

আছে আমার হাতে

আপন হইলো তোর নাম

তুই কারো সাথে,

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন

লাল রক্তে ছিল আমার

সুদ্ধ ভালোবাসা

তোর ছলনায় রক্তে হইলো

কস্ট নামের বাসা

লাল রক্তে ছিল আমার

সুদ্ধ ভালোবাসা

তোর ছলনায় রক্তে হইলো

কস্ট নামের বাসা

বেইমান প্রিয়া বুঝলে নারে

আমার সুন্দর মন

সৃতিগুলো হইলে মনে

কান্দি সারাক্ষণ

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন

মরলে আমি লাশের পাশে

তুই আসিস না

মরার পরেও তোরে দেখলে

হইবে যন্ত্রণা

মরলে আমি লাশের পাশে

তুই আসিস না

মরার পরেও তোরে দেখলে

হইবে যন্ত্রণা

মরার খবর শুনে বেইমান

কান্না করিস না

কারণ হইলো চোখের

জলে আছে ছলনা

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন

হাত কাটিয়া নাম লিখিয়া

পাইলাম নারে মন

ভালো থাকিস সুখে থাকিস

করি হাজার পন।।

Mehr von Atif Ahmed Niloy

Alle sehenlogo

Das könnte dir gefallen