menu-iconlogo
huatong
huatong
aurthohin-chera-shopno-cover-image

Chera Shopno

Aurthohinhuatong
stephanie_seiferthuatong
Liedtext
Aufnahmen
পারবে আমায় এনে দিতে

একটুকরো চাঁদের মাটি

কিংবা হিমালয়ের চুড়ার

একটুখানি বরফ

নীল আকাশের ভেসে যাওয়া

একটুকরো সাদা মেঘ

কিংবা আধাঁর রাতে তারার

লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো

অন্ধকারে সূর্যালোক

কিংবা দিতে নতুন একটি

আমার সোনার বাংলাদেশ

মরূভুমির মাঝে কোন

বিশাল এক নীল সাগর

কিংবা বলবে কোথায় ঐ

দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ

অদ্ভুত এলোমেলো

বাস্তবতার নেই যে ছোয়া,

অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা

প্রায় ছেড়া এই মনটা তে

করছে কেউ আবল তাবোল,

অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো

কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী

কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ

নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো

বাস্তবতার নেই যে ছোয়া

অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা

প্রায় ছেড়া এই মনটা তে

করছে কেউ আবল তাবোল

অন্য রকম অনুরোধ

চাওয়া গুলো আমার আজ অদ্ভূত এলোমেলো

বাস্তবতার নেই যে ছোয়া

অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা

প্রায় ছেড়া এই মনটা তে

করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে

চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

পারবে আমায় ফিরিয়ে দিতে

রুপক নামের গানটারে

আর আমার গানের গলা,

যা গেছে কাল হারিয়ে.........

হারিয়ে.....

Mehr von Aurthohin

Alle sehenlogo

Das könnte dir gefallen