menu-iconlogo
huatong
huatong
avoidrafashafayet-mainkar-chipay-cover-image

Mainkar Chipay

AvoidRafa/Shafayethuatong
terkenal3huatong
Liedtext
Aufnahmen
এইডা এইডা

মাইনকার চিপা

যেহানে মিঠা কথায় তগো ভিজে না চিড়া

গরম ত্যালে ছিটাইলে জিরা

নরম হইলে চাপা কিড়কিড়া

তর চো**র টাইমে জীবনের গল্প অহন এলা বাদ দে

কালা কায়তনের তাবিজ দেহাইলে

ভূতেরও বি* কান্ধে রে বাজান

দুনিয়া চলে ভায়া সেটিং এ

বেতন এর থে বেশি ফিটিং এ

জিততে চাইলে তুই শিখতে থাক

সুযোগ নাই কোনো ভায়া চিটিং এর

আজ বুঝবি না বুঝবি কাইল

হো** থাপড়াবি পারবি গাইল

পুরান পাগলের ভাত জুটেনা

তুই তো চো*না নতুন ফাইল

মুখোশের পেছনে লুকোনো মুখোশ

মনের পশু কি মুখ লুকিয়ে হাসে

বাজিমাত করবে সে তো যাবে জিতে

জীবনের খেলা জীবনের বিপরীতে

মুখোশের পেছনে লুকোনো মুখোশ

মনের পশু কি মুখ লুকিয়ে হাসে

বাজিমাত করবে সে তো যাবে জিতে

জীবনের খেলা যেনো জীবনের বিপরীতে

দেওয়ালে পিঠ না ঠেকলে

জ্বলে না বাঙ্গালির দেমাগের বাত্তি

মাইনকার চিপায় পড়লে

পিঁপড়াও মারে হাতি রে লাত্থি

অমাবস্যায় নামলে বর্ষা

হরিণেও মারে বাঘেরে খামচি

বহুত শিয়ান বিয়ান রাইতে

পো**ইয়া আজকে মাঠে নামসি

যায়গা মত বাডে পড়লে

বাপ ডাইকলেও নাইগা লাভ

পল্টি খাওয়ার আগে বাজান

কাল্টি মাইরা পারলে চাপ তুই

লাল দেইখা ফাল দিছ না

পরের বুদ্ধিতে কান দিছ না

কাঁকড়া দিতে যায়া বাজান

কুমিরের কাছে জান দিছ না

মুখোশের পেছনে লুকোনো মুখোশ

মনের পশু কি মুখ লুকিয়ে হাসে

বাজিমাত করবে সে তো যাবে জিতে

জীবনের খেলা জীবনের বিপরীতে

মুখোশের পেছনে লুকোনো মুখোশ

মনের পশু কি মুখ লুকিয়ে হাসে

বাজিমাত করবে সে তো যাবে জিতে

জীবনের খেলা যেনো জীবনের বিপরীতে

দেওয়ালে পিঠ না ঠেকলে

জ্বলে না বাঙ্গালির দেমাগের বাত্তি

মাইনকার চিপায় পড়লে

পিঁপড়াও মারে হাতি রে লাত্থি

অমাবস্যায় নামলে বর্ষা

হরিণেও মারে বাঘেরে খামচি

বহুত শিয়ান বিয়ান রাইতে

পো**ইয়া আজকে মাঠে নামসি

যায়গা মত বাডে পড়লে

বাপ ডাইকলেও নাইগা লাভ

পল্টি খাওয়ার আগে বাজান

কাল্টি মাইরা পারলে চাপ তুই

লাল দেইখা ফাল দিছ না

পরের বুদ্ধিতে কান দিছ না

কাঁকড়া দিতে যায়া বাজান

কুমিরের কাছে জান দিছ না

Mehr von AvoidRafa/Shafayet

Alle sehenlogo

Das könnte dir gefallen