menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Akash Pathabo

AvoidRafahuatong
🖤Hasan.Al.Fuad🖤huatong
Liedtext
Aufnahmen
আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়

অনেক মেঘ বয়ে যায়

আসবে তুমি আবার-

আমার মনের বারান্দায়

তোমার সময় কেটে যায়

আবার আসবে তুমি-

আমার ভালোলাগার অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমার রঙিন বাতাস তোমার অপেক্ষায়

অনেক স্মৃতি বয়ে যায়

আসবে তুমি আবার-

আমার মনের বারান্দায়

তোমার আলো বয়ে যায়

আবার আসবে তুমি-

আমার ভালোলাগার অনেক ইচ্ছেঘুড়ি

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

যেখানে গাইবে তুমি আনমনে

আমি আকাশ পাঠাবো

তোমার মনের আকাশে

খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে

Mehr von AvoidRafa

Alle sehenlogo

Das könnte dir gefallen