menu-iconlogo
huatong
huatong
ayon-chaklader-tui-valo-na-cover-image

ভালোই ছিলাম তোরে ভালো tui valo na

Ayon Chakladerhuatong
kidsr4mehuatong
Liedtext
Aufnahmen
ভালোই ছিলাম

তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালো না মেয়ে তুই ভালো না

ভালোর মুখোশ পড়ে ছিলি চেনা গেল না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে তোর ছলনা

চারদিকে তোর শূণ্য দশা

আমি পাশে ছিলাম

নিজের মুখে বলেছিলি

নতুন জীবন পেলাম

আমার আকাশ রঙিন যখন

ব্যথারও নীলে

পাখি রে তুই গেলি ছেড়ে

অসহায় ফেলে

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে তোর ছলনা

তুই ভালো না মেয়ে তুই ভালো না

কেমন করে ঘুম আসে তোর দিয়ে ছলনা

আমায় মন্দ বলে গেলি

কোন সে সুখের নীড়

আমার দিকে ছুঁড়ে মারলি

অভিযোগের তীর ।

বারে বারে বলেছিলি

সব অনুভব আমি

মিথ্যে অনুভবের শিকার

কাঁদতে হবে জানি

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে খবর নিলি না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালো না মেয়ে তুই ভালো না

ভালোর মুখোশ পড়ে ছিলি চেনা গেল না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে তোর ছলনা

Mehr von Ayon Chaklader

Alle sehenlogo

Das könnte dir gefallen