এক জীবনে আর কত বার
আমি কেঁদে যাবো
এক জীবনে আর কত বার
আমি ব্যথা পাবো
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়ালে পাশে
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়ালে পাশে
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
ওউ ও……………………………………
কিছু ব্যথা পাওয়া কিছু ব্যথা নেওয়া
কিছু ফিরে পাওয়া কিছু মনে রাখা
এই এক জীবনে
যদিও হয় পূরন তবুও আমি জানি
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
ওউ ও……………………………………
যদি মন ভাঙে, যদি স্বপ্ন গড়ে
মুছে দিয়ে সব অভীলাসের ভিরে
এই এক জীবনে…..
যদিও হয় পূরন তবুও আমি জানি
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
এক জীবনে আর কতো বার
আমি কেঁদে যাবো
এক জীবনে আর কতো বার
আমি ব্যথা পাবো
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়ালে পাশে
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়ালে পাশে
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো
তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো