menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Chaibona [HQ][Limon Chowdhury] Tumi Valobesho Amar Valobas

Ayub Bachchu/LRBhuatong
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡huatong
Liedtext
Aufnahmen
আপলোডঃ লিমন চৌধুরী

বার্ডস ওফ প্যারাডাইস

তুমি ভালোবেসো আমার ভালোবাসা

যখন কখনো আমি থাকবো না

দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন

তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাবার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

ও ও ও.........

আপলোডঃ লিমন চৌধুরী

বার্ডস ওফ প্যারাডাইস

স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়

হৃদয়ে থাকবে বিষাদের ছায়া

সবকিছু ভুলে আমাকেই ভেবে

খুঁজে নিও তুমি সেই ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাবার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

ও ও ও.....

আপলোডঃ লিমন চৌধুরী

বার্ডস ওফ প্যারাডাইস

হয়তো আমি আর ফিরে আসবো না

স্বপ্নেরা থাকবে চির না দেখা

একাকী সময় কেটে যাবে কষ্টে

তবুও তো কখনো ছিল ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাবার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

তুমি ভালোবেসো, আমার ভালোবাসা

যখন কখনো আমি থাকবো না

দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন

তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে

কান্না পেলে আর লুকাবো না

হারিয়ে যাবার সেই হাহাকারে

নতুন করে আর কিছু চাইবো না

ও ও ও হো.........

আপলোডঃ লিমন চৌধুরী

Mehr von Ayub Bachchu/LRB

Alle sehenlogo

Das könnte dir gefallen

Kichu Chaibona [HQ][Limon Chowdhury] Tumi Valobesho Amar Valobas von Ayub Bachchu/LRB - Songtext & Covers