menu-iconlogo
huatong
huatong
avatar

Meye Tumi Ki Dukkho Cheno

Ayub Bachchuhuatong
ms.sexylady92huatong
Liedtext
Aufnahmen
মেয়ে…

তুমি কি দুঃখ চেন চেন না

মেয়ে…

তুমি কি আকাশ চেন চেন না

তবে বোঝবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি ঝড় কি বোঝ বোঝ না

মেয়ে…

তুমি রাত কি বোঝ বোঝ না

তবে বোঝবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি পথ কি চেন চেন না

মেয়ে…

তুমি পথিক চেন চেন না

তবে খুজবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি কি দুঃখ চেন চেন না

মেয়ে…

তুমি ঝড় কি বোঝ বোঝ না

তবে বোঝবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

মেয়ে…

মেয়ে…

মেয়ে…

তবে চিনবে কেমন করে এই আমাকে

বলো মেয়ে.

তবে বোঝবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি কি ছিড়তে পার ফুলের বাগান

মেয়ে…

তুমি কি ভুলতে পার স্পর্শ আমার

তবে ভুলবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি কি দুঃখ চেন চেন না

মেয়ে…

তুমি কি আকাশ চেন চেন না

তবে চিনবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে…

তুমি ঝড় কি বোঝ বোঝ না

মেয়ে…

তুমি পথ কি চেন চেন না

তবে বোঝবে কেমন করে এই আমাকে

তবে খুজবে কেমন করে এই আমাকে

Mehr von Ayub Bachchu

Alle sehenlogo

Das könnte dir gefallen