menu-iconlogo
huatong
huatong
avatar

Parri Keno Bojhe Na .. WoC Version /পাপড়ি কেন বোঝে না ..Rana

Azam Khanhuatong
Shahadat_Rana_E_R_Shuatong
Liedtext
Aufnahmen
পাপড়ি কেন বোঝে না

কন্ঠঃ আজম খান

Arranged By Rana

***********

***********

সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

***********

***********

তুমি আমি কেন দূরে দূরে?

খুঁজে বেড়াই ঘুরে ঘুরে

তুমি আমি কেন দূরে দূরে?

খুঁজে বেড়াই ঘুরে ঘুরে

মন কি যে চায়,

কাটে শুধু বেদনায়

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

***********

***********

মায়া ভরা পৃথিবী ছেড়ে,

চলে যাবো চিরতরে

মায়া ভরা পৃথিবী ছেড়ে,

চলে যাবো চিরতরে

সবাই চলে যায়,

কতটুকুই বা পায়

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না…

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না…

সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

==ধন্যবাদ==

Mehr von Azam Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen