menu-iconlogo
huatong
huatong
avatar

দুচোখে তুমি যে স্বপ্ন

Baby Nazninhuatong
roberto2708huatong
Liedtext
Aufnahmen
প্রথম পার্ট ছেলে

দ্বিতীয় পার্ট মেয়ে

দু'চোখে তুমি যে স্বপ্ন

সুখেরই কল্পনা

তোমাকে ছাড়া এ জীবন

ভাবতেও পারবো না

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচব না

দু'চোখে তুমি যে স্বপ্ন

সুখেরই কল্পনা

তোমাকে ছাড়া এ জীবন

ভাবতেও পারবো না

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচবো না

চিরদিনই তোমারি তো থাকবো

আর কারো না...

একই পথে হাত ধরে চলবো

হাত ছেড়ো না ...

সারাটি জীবন তোমায় পাওয়ার

স্বাদ যেন মরে না .....

খুঁজেছি এতদিন যাকে আমি

পেয়েছি সে ঠিকানা .......

দু'চোখে তুমি যে স্বপ্ন

সুখেরই কল্পনা..

তোমাকে ছাড়া এই জীবন

ভাবতেও পারবো না

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচব না

মরি যদি এক সাথে মরবো

ছেড়ে যাবো না...

তুমি ছাড়া জানি এ জীবনে

সুখ পাবো না..

জ্বেলেছো মনে যে আশার প্রদীপ

নিভে তো আর যাবে না......

প্রেমেরই ইতিহাস লিখে যাবো

তুমি আমি দু'জনা ......

দু'চোখে তুমি যে স্বপ্ন

সুখেরি কল্পনা

তোমাকে ছাড়া এই জীবন

ভাবতেও পারবো না

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচবো না

দু'চোখে তুমি যে স্বপ্ন

সুখেরি কল্পনা

তোমাকে ছাড়া এই জীবন

ভাবতেও পারবো না

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচবো না..

তুমি নিশ্বাসে তুমি বিশ্বাসে

তুমি ছাড়া বাঁচবো না

সমাপ্ত

Mehr von Baby Naznin

Alle sehenlogo

Das könnte dir gefallen