Uploaded by@2020_Banakusum
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে
কি করে বলি ওদের
কেউ আমায় ভালোবেসেছে..
ভালোবেসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে
Uploaded by@2019_Banakusum
আমি নাকি জলের ছলে যাই ঘাটে
আমার নাকি পথ চেয়ে দিন কাটে
আমি নাকি জলের ছলে যাই ঘাটে
আমার নাকি পথ চেয়ে দিন কাটে
কি বলে ছাই বুঝিনা,অন্য কিছু জানি না
শুধু জানি মনের ঘরে চোর এসেছে
চোর এসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে
-----------------------------------
আমি এখন নিজের কানে দেই তালা
বিধি নিষেধ শুনলে ধরে গা জ্বালা
আমি এখন নিজের কানে দেই তালা
বিধি নিষেধ শুনলে ধরে গা জ্বালা
যা বলে তা মানিনা মন্দ ভাল খুজি না
শুধু জানি কারো চোখে
চোখ পড়েছে
চোখ পড়েছে
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে
কি করে বলি ওদের
কেউ আমায় ভালোবেসেছে..
ভালোবেসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে
পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে