menu-iconlogo
huatong
huatong
avatar

ahare ahare

band ghurihuatong
rahmani_starhuatong
Liedtext
Aufnahmen
আমি তো ক্রাশ খেয়েছি

ঐ সুন্দরীর উপরে,

আহারে, আহারে, আহারে, আহারে,

আহারে, আহারে কবে পাবো তাহারে।

এখন আমি কাঁপছি দেখ ১০০ ডিগ্রী জ্বরে'রে

আহারে, আহারে, আহারে, আহারে,

আহারে, আহারে কবে পাবো তাহারে।

মনটা যে এলোমেলো,

প্রেম রোগ শুরু হল

কেশ কালো আঁখি কালো,

আহারে, আহারে, আহারে, আহারে,

আহারে, আহারে কবে পাবো তাহারে।

চিপচিপে গড়নকানি,

রুপ তার টাটকা

আগে এমন দেখি নিত,

যেন ইলিশ ঝাটকা

কেমন করে চায় দেখ,

কেমন করে চায় দেখ,

মরে যাব লাজেরে

আহারে, আহারে, আহারে, আহারে,

আহারে, আহারে কবে পাবো তাহারে।

ডুগডুগি মনটা তার, গিটারের শব্দ

মায়ায় ভরা চেহেরাটা,

যেন গোলাপ পদ্ম।

এখন আমার ঘুম আসেনা,

এখন আমার ঘুম আসেনা,

একলা ঘরে রাইতেরে

আহারে, আহারে, আহারে, আহা রে,

আহারে, আহারে কবে পাবো তাহারে

Mehr von band ghuri

Alle sehenlogo

Das könnte dir gefallen