ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায়না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তোর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থিক্যা ওই
জংলা নদীর পাড়েতে
তোর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রানে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায়না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তোর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থিক্যা ওই
জংলা নদীর পাড়েতে
তোর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রানে
ময়না ছলাৎ ছলাৎ
দূর-দূর তোর এই মনটা লইয়া
যাবো বাগানটায়
লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায়।
দূর-দূর তোর এই মনটা লইয়া
যাবো বাগানটায়
লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায়।
সাধের প্রতিমা কইরা
রাখুম চোখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই
হু-হু-হু-হু পরানটায়
ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায়না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তোর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থিক্যা ওই
জংলা নদীর পাড়েতে
তোর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রানে
ময়না ছলাৎ ছলাৎ
মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়,
চাঁন্দ তারা তোর লাগি আনুম হুকুম টায়।
মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়,
চাঁন্দ তারা তোর লাগি আনুম হুকুম টায়।
সাধের প্রতিমা কইরা
রাখুম চোখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই
হু-হু-হু-হু পরানটায়
ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায়না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তোর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থিক্যা ওই
জংলা নদীর পাড়েতে
তোর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রানে
ময়না ছলাৎ ছলাৎ