menu-iconlogo
huatong
huatong
avatar

পালাইবে কই যাইয়া রে Palaibe Koi Jaiya Re

Bangla Islamic Gazalhuatong
rashmimorhuatong
Liedtext
Aufnahmen
বিসমিল্লাহির রাহমানির রাহিম

পালাইবে কই যাইয়া রে মানুষ

পালাইবে কই যাইয়া

আজরাইল আসিয়া একদিন

আজরাইল আসিয়া একদিন

বান্ধিবে খসিয়া রে

জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

পালাইবে কই যাইয়া রে মানুষ

পালাইবে কই যাইয়া

আজরাইল আসিয়া একদিন

আজরাইল আসিয়া একদিন

বান্ধিবে খসিয়া রে

জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

এক বিয়াতে আইছ মানুষ এই ভব সংসারে

আরেক বিয়া হইব তুমার সামির হাত ধরে

এক বিয়াতে আইছ মানুষ এই ভব সংসারে

আরেক বিয়া হইব তুমার সামির হাত ধরে

আরেক বিয়া সামনে আছে

আরেক বিয়া সামনে আছে

সাদা কাপড় দিয়া রে

জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

বাজাবেনা তোর বিয়ার সানাই

গাইবে না কেউ গান

খাইবে না কেউ বিয়ার খানা যতই মেহমান

সেদিন বাজাবেনা তোর বিয়ার সানাই

গাইবে না কেউ গান

খাইবে না কেউ বিয়ার খানা যতই মেহমান

কেহ কাঁদবে চুপে চাপে

কেহ কাঁদবে চুপে চাপে

মায় কাঁদবে চিল্লাইয়ারে

জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

পালাইবে কই যাইয়া রে মানুষ

পালাইবে কই যাইয়া

আজরাইল আসিয়া একদিন

আজরাইল আসিয়া একদিন

বান্ধিবে খসিয়া রে

জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে

Mehr von Bangla Islamic Gazal

Alle sehenlogo

Das könnte dir gefallen