menu-iconlogo
huatong
huatong
avatar

Icche gulo ইচ্ছে গুলো

Bangla lyrics Akash/Konahuatong
rolf_leuschhuatong
Liedtext
Aufnahmen

........... FaRuQ ........

হেডফোনের ভলিউম ৩০ কমিয়ে নিন

তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো

ইচ্ছে হলে আমায় দিতে পারো,

আমার ভালো লাগা,ভালোবাসা,তোমায় দেবো আরো

তোমার ইচ্ছে গুলো...,ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো,

আমার ভালো লাগা,ভালোবাসা,তোমায় দেবো আরো

তুমি হাতটা শুধু ধরো..আমি হবো না আর কারো,

তুমি হাতটা শুধু ধরো,আমি হবো না আর কারো

তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড়

তোমার ইচ্ছে গুলো..., ইচ্ছে গুলো...

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা,ভালোবাসা,তোমায় দেবো আরো

......... FaRuQ .............

Chittagong

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাটছে আমার পিছু ,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু।

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাটছে আমার পিছু ,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু ।

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ,

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ।

আমার স্বপ্ন গুলো তোমার চোখে হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায়

দিতে পারো ,

আমার ভালো লাগা ,ভালোবাসা,

তোমায় দেবো আরো ।

......... FaRuQ ........

Chittagong

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টানে,

আমি তোমার কাছে

যাবোই যাবো একলা থাকার দিনে ।

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টানে

আমি তোমার কাছে

যাবোই যাবো একলা থাকার দিনে ।

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ,

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো

তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো..., ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা,ভালোবাসা,তোমায় দেবো আরো ।

Thanks

Das könnte dir gefallen