menu-iconlogo
huatong
huatong
avatar

বারো ভাতারি মাগি রে তুই

bangla short songhuatong
🎸deut786🇧🇩huatong
Liedtext
Aufnahmen
বারো ভাতারি মাগি রে তুই

বারো ভাতারি মাগি

দুই বাতারেও মন ভরে না

কয় ভাতার তুই খাবি

বারো ভাতারি মাগি রে তুই

বারো ভাতারি মাগি

দুই বাতারেও মন ভরে না

কয় ভাতার তুই খাবি

মনটা যে তোর এতই খারাপ

সব কিছুই দেখাইলি

স্বভাব যে তোর খারাপ সব ধরা খাইলি

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

নেশা বলে তুই নাকি ব্যবসা একটা নারী

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

নেশা বলে তুই নাকি ব্যবসা একটা নারী

দুই ভাতার ছাইড়া প্রায় আরক ভাতার ধরছিলি

আমার কাছে ধরা খাইয়া ভালো হওয়া মাজলি ধরলি

দুই ভাতার ছাইড়া প্রায় আরক ভাতার ধরছিলি

আমার কাছে ধরা খাইয়া ভালো হওয়া মাজলি ধরলি

শেয়ে আমার জীবন নষ্ট কইরা

কতো নষ্ট ফুষ্টি কইরা

অন্য ভাতার ধরলি আবার লুপি চুপি চুপি

নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

তোর শরীরটা দেখতে লাগে খাটো ভাইয়া ব্যাং

মেই শরীরটা নিয়া রে তুই করল এন স্যাং

তুই নিজেকে ভাবিস রে তুই কতোই মুন্দরী

আমলে তুই দেখতে একটা পাহাড়া বান্ধরী

ভাতার গুলা পাইছিলি তুই বড়ই সোজা বোকা

তাইতো এতো সহজে তুই দিলি তাদের ধোঁকা

ভাতার গুলা পাইছিলি তুই বড়ই সোজা বোকা

তাইতো এতো সহজে তুই দিলি তাদের ধোঁকা

তোর যৌবনের এতো খোদা

ভাতার দিতে পারে না মিটা

ভাতার থাকতেও লুকিয়ে অন্য ভাতার ধরলি

নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

বারো ভাতারি মাগি রে তুই

বারো ভাতারি মাগি

দুই বাতারেও মন ভরে না

কয় ভাতার তুই খাবি

বারো ভাতারি মাগি রে তুই

বারো ভাতারি মাগি

দুই বাতারেও মন ভরে না

কয় ভাতার তুই চাবি

মনটা যে তোর এতই খারাপ

সব কিছুই দেখাইলি

স্বভাব যে তোর খারাপ সব ধরা খাইলি

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী

নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে

সবাই বলে তুই নাকি

ব্যবসা একটা নারী

Mehr von bangla short song

Alle sehenlogo

Das könnte dir gefallen