menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Jochona Bihar By Bappa জোছনা বিহার

Bappahuatong
Rana_E_R_S🌲🌲huatong
Liedtext
Aufnahmen
জোছনা বিহার

Singers : Bappa

Arranged By Rana

*************

*************

রাতকে বলি চোখ বুজে তুই থাক

যে আসে যায় চমকে সে না যাক

রাতকে বলি রাতে আসে কে

সাবধানী চোখ রাখতে বলি যে

অনেক দিনের অনেক পরিচয়ে

আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে

চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই

ধরতে গিয়ে হেরে গেছি

দেখতে গিয়ে থেমে গেছি

হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে

আয় রাত আয় রাতের মত রাত

জোছনা ছড়ায় জোছনার মত হাত

সাত-পাঁচ ভেবে কে কবে আসে

সাবধানী চোখ রাখতে বলি যে

অনেক দিনের অনেক পরিচয়ে

আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে

চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই

ধরতে গিয়ে হেরে গেছি

দেখতে গিয়ে থেমে গেছি

হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে

*************

*************

লোকে বলে স্বপ্নজোছনা বিহার

জোছনা কণা রাত্রি উজার

আমি বলি এ বেলা চন্দ্র বিহার

স্বপ্নে ছুরি চোখে আঁধার...

ধরতে গিয়ে হেরে গেছি

দেখতে গিয়ে থেমে গেছি

হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে

ধরতে গিয়ে হেরে গেছি

দেখতে গিয়ে থেমে গেছি

হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে

==ধন্যবাদ==

Mehr von Bappa

Alle sehenlogo

Das könnte dir gefallen