menu-iconlogo
huatong
huatong
barenya-saha--cover-image

বকুলের মালা শুকাবে

Barenya Sahahuatong
scam45o4huatong
Liedtext
Aufnahmen
বকুলের মালা শুকাবে

রেখে দেবো তার সুরভী

দিন গিয়ে রাতে লুকাবে

মুছোনাকো আমারি ছবি

আমি মিনতি করে গেলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হ‌ও

কাছে কি বা দূরে র‌ও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

ভালোবেসে আমি বারে বার

তোমারি ও মনে হাড়াবো

এ জীবনে আমি যে তোমার

মরনেও তোমারি হবো

তুমি ভুলো না আমারি নাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হ‌ও

কাছে কি বা দূরে র‌ও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

Mehr von Barenya Saha

Alle sehenlogo

Das könnte dir gefallen