menu-iconlogo
huatong
huatong
baul-sukumar--cover-image

ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না

Baul Sukumarhuatong
notlob3ignahuatong
Liedtext
Aufnahmen
ভালোবাসা যায় সকলকে

বিশ্বাস করা যায় না

ভালোবাসা যায় সকলকে

বিশ্বাস করা যায় না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালুকণা

তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা

সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালুকণা

তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা

স্বর্ণের দামে পথের বালু

কেউ তো কিনে নেয় না

স্বর্ণের দামে পথের বালু

কেউ তো কিনে নেয় না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

মনের মতো মনের মানুষ

ফুলদানিতে রং মাখানো

সাজানো কাগজের ফুল

মধু খাওয়ার আশা করলে

হবে তোমার মস্ত ভুল

ফুলদানিতে রং মাখানো

সাজানো কাগজের ফুল

মধু খাওয়ার আশা করলে

হবে তোমার মস্ত ভুল

সেই ফুলেতে প্রেমের সুভাস

সেই ফুলেতে প্রেমের সুভাস

বিকশিত হয়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

গায়ের জোরে প্রেম চলেনা

প্রেম করতে হয় মন দিয়া

হাত বান্দিবি পাও বান্দিবি

মন বান্দিবি কি দিয়া

গায়ের জোরে প্রেম চলেনা

প্রেম করতে হয় মন দিয়া

হাত বান্দিবি পাও বান্দিবি

মন বান্দিবি কি দিয়া

বাচ্চু বলে মন ভাঙ্গিলে

আর তো জোরা লয়না

বাচ্চু বলে মন ভাঙ্গিলে

আর তো জোরা লয়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

ভালবাসা যায় সকলকে

বিশ্বাস করা যায় না

ভালবাসা যায় সকলকে

বিশ্বাস করা যায় না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

মনের মতো মনের মানুষ

সকলে পায়না

Mehr von Baul Sukumar

Alle sehenlogo

Das könnte dir gefallen