গান: থাকতে পারিনা
কথা না বলে
শিল্পী:বেলাল খান ও সনি
মেয়ে-হুম..হুম...হুম....হুম...
ছেলে-থাকতে পারিনা,কথা না বলে,
সয়তে পারিনা,দেখা না হলে,
মেয়ে-বুঝতে পারিনা, কিভাবে এলে,
বাঁচতে চাইনা,তোকে ফেলে,
ছেলে-মানেনা অবুঝ মন,
চাই তোকে সারাক্ষণ,
বাঁধা পড়েছি তোর,মায়াজালে,
(অসাধারণ একটা গান)
মেয়ে-হৃদয় পালে দিচ্ছে দোলা,
উথাল পাতাল হাওয়া,
তোকে পেলে এই জীবনে,
সবি হবে পাওয়ার,,
ছেলে-হৃদয় পালে দিচ্ছে দোলা,,
উথাল পাথাল হাওয়া,
তোকে পেলে এই জীবনে,,
সবি হবে পাওয়,,
মেয়ে-মানেনা না অবুঝ মন,
চাই তোকে সারাক্ষণ,
বাঁধা পড়েছি তোর মায়াজালে,,
ছেলে-মানেনা অবুঝ মন,,
চাই তোকে সারাক্ষণ,
বাঁধা পড়েছি তোর মায়াজালে,,
হোও...ও..ও..ও...ওও....
হোও...ও..ও..ও...ওও....
(গানটা ভালো লাগলে)
অবশ্যই একটা লাইক দিবেন
ছেলে-চোখের নিলে তোরই ছবি,,
ক্ষণে ক্ষণে আসে,,
ইচ্ছে ঘুড়ি তোর আকাশে,,
হন্নে হয়ে ভাসে,,,
মেয়ে-চোখের নিলে তোরই ছবি,,
ক্ষণে ক্ষণে আসে,,
ইচ্ছে ঘুড়ি তোর আকাশে,,
হন্নে হয়ে ভাসে,,
ছেলে-মানেনা অবুঝ মন,
চাই তোকে সারাক্ষণ,
বাঁধা পড়েছি তোর মায়াজালে,,
মেয়ে-মানেনা অবুঝ মন,,
চাই তোকে সারাক্ষন,,
বাঁধা পড়েছি তোর মায়াজালে,,
ছেলে-থাকতে পারিনা,কথা না বলে,,
মেয়ে-হুম.....উ..উ... দেখা না হলে,,
ছেলে-বুঝতে পারিনা, কিভাবে এলে,,
মেয়ে-হুম......উ..উ....তোকে ফেলে,,
মেয়ে-মানেনা অবুঝ মন,
ছেলে-চাই তোকে সারাক্ষণ,
ছেলে+মেয়ে-বাধা পড়েছি তোর
মায়াজালে,,,
ছেলে-হোও...ও..ও..ও..ওও...
হোও..ও..ও..ও..ওও...
(ধন্যবাদ সবাইকে)