হা আ হা
হা আ হা
এই মনের ঘরে যে প্রেম দেখেনা
যাক না সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝেনা
যাক না সে যাক না
কিছু অভিমানী ঝরে দুচোখ জলে ভরে
দূর থেকে আরো দূরে স্মৃতি যাক সরে
তার ব্যথা মনে জমে থাক না
এই মনের ঘরে যে প্রেম দেখেনা
যাক না সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝেনা
যাক না সে যাক না
খুব করে যাকে ডাকি
যার পথ চেয়ে থাকি আছি একাকী
তার প্রেমে আছে শুধু চালাকি
খুব করে যাকে ডাকি
যার পথ চেয়ে থাকি আছি একাকী
তার প্রেমে আছে শুধু চালাকি
কিছু অভিমানী ঝরে দুচোখ জলে ভরে
তার ব্যথা মনে জমে থাক না
এই মনের ঘরে যে প্রেম দেখেনা
যাক না সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝেনা
যাক না সে যাক না
দিন যাবে ঠিকই চলে
ফুল পাখি নদীর জলে দেখা না হলে
শেষ চিঠি উড়ে যাবে ভেজা বাদলে
দিন যাবে ঠিকই চলে
ফুল পাখি নদীর জলে দেখা না হলে
শেষ চিঠি উড়ে যাবে ভেজা বাদলে
কিছু অভিমানী ঝরে দুচোখ জলে ভরে
তার ব্যথা মনে জমে থাক না
এই মনের ঘরে যে প্রেম দেখেনা
যাক না সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝেনা
যাক না সে যাক না
ধন্যবাদ