কেন রে চলে গাড়ি অচেনা ইস্টিশনে
হাওয়ার এই পাড়ি চলেই সব বারি গোপনে
আমার আমি রে ছাড়িয়া যাও কার সনে
আমার আমি রে ছাড়িয়া যাও কার সনে
কবে তারে মাটি দিয়া বানাইয়া রে
প্রেম ও নিন্দা বইছে গাড়ির ও দুই ধারে
অরে মন চলছে গাড়ি অচেনা ইস্টিশনে
কেন রে চলে গাড়ি অচেনা ইস্টিশনে
হাওয়ার এই পাড়ি চলে সব বাড়ি গোপনে
চলছি আমি আপন বাড়ি, আপন বাড়ি রে.
দিনে দিনে পইচা গেছে আপন পর্শীও রে
ও চলছি আমি আপন বাড়ি, আপন বাড়ি রে.
দিনে দিনে পইচা গেছে আপন পর্শীও রে
মায়ার এই সংসার ছাইড়া কই যাও ফিরে..
কেনো রে চলে গাড়ি অচেনা ইস্টিশনে
হাওয়ার এই পাড়ি চলে সব বাড়ি গোপনে,,
কত রকম যাত্রী আছে,আছে বইয়ারে
কারো পানে কেউ না থাকে,থাকে চাইয়ারে
ও কত রকম যাত্রী আছে,আছে বইয়ারে,,
কারো পানে কেউ না থাকে,থাকে চাইয়ারে
গাড়ি আমার চলছে বেঘোড় মায়ার আন্ধারে.
কেনো রে চলে গাড়ি অচেনা ইস্টিশনে
হাওয়ার এই পাড়ি চলে সব বাড়ি গোপনে,,
কেনো রে চলে গাড়ি অচেনা ইস্টিশনে
হাওয়ার এই পাড়ি চলে সব বাড়ি গোপনে,,