menu-iconlogo
huatong
huatong
avatar

Nodi Bhora Dheu

Bhoomi Trivedi/Lakshman Hilmihuatong
rockey274huatong
Liedtext
Aufnahmen
আ...... আ...... আ......

বাইতে জানো না কেন ধরো হাল

মন মাঝি টা তোর হল রে মাতাল

বাইতে জানো না কেন ধরো হাল

মন মাঝি টা তোর হল রে মাতাল

বুঝিয়ে বলো তারে যেতে হবে ও পারে

বুঝিয়ে বলো তারে যেতে হবে ও পারে

অবেলার বেলা প্রাণে চাও চাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ

Mehr von Bhoomi Trivedi/Lakshman Hilmi

Alle sehenlogo

Das könnte dir gefallen