menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Amare Korli Pagol

Bindu Konahuatong
prince.kofi02huatong
Liedtext
Aufnahmen
ওরে তুই আমারে করলি পাগল...

ওরে তুই আমারে করলি পাগল

আমার সকল নিয়ারে,

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে আরশিতে যার রুপ ধরেনা

আরশি যায় ফাটিয়া..বন্ধুরে

হায়রে আরশিতে যার রুপ ধরেনা

আরশি যায় ফাটিয়া..বন্ধুরে

আমি কেমনে রাখিব ঘরে....

আমি কেমনে রাখিব ঘরে

তোমায় পাশো রিয়ারে

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে বহুদিন হয় আছোরে বন্ধু

আমারে ছাড়িয়া...বন্ধুরে

হায়রে বহুদিন হয় আছোরে বন্ধু

আমারে ছাড়িয়া...বন্ধুরে

আমি মনেরে বুঝাইয়া রাখি....

আমি মনেরে বুঝাইয়া রাখি

মানেনা মোর হিয়ারে,

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে তুই যদি হইতি আমার

আমি যে হইতাম তোর বন্ধুরে...

হায়রে তুই যদি হইতি আমার

আমি যে হইতাম তোর বন্ধুরে

ভেবে রজব কয় তোমায় পেলে....

রজব কয় তোমায় পেলে করিতাম আদরওরে

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

ওরে তুই আমারে করলি পাগল...

তুই আমারে করলি পাগল

আমার সকল নিয়ারে,

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

আরেও ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

Mehr von Bindu Kona

Alle sehenlogo

Das könnte dir gefallen