menu-iconlogo
huatong
huatong
avatar

Ahare Jibon - A R Shekhor's Library

chirkuthuatong
🎼_ᗩ_®️_ᏕᏂᏋᏦᏂᎧᏒ_🎼🇧🇩huatong
Liedtext
Aufnahmen
A R Shekhor's Library

কার্নিশে ভুল, অবেলা বকুল

থাকো ছুঁয়ে একুল ওকুল

থাকো ছুঁয়ে, শহুরে বাতাস

ছুঁয়ে থাকো নিয়ন আকাশ

আবছায়া চলে যায় হিজলের দিন

অভিমান জমে জমে আমি ব্যথাহীন।

আবছায়া চলে যায় হিজলের দিন

অভিমান জমে জমে আমি ব্যথাহীন।

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন।

A R Shekhor's Library

আহা পারতাম, যদি পারতাম

আঙুলগুলো ছুঁয়ে থাকতাম

বিষাদেরই জাল টালমাটাল

এ কোন দেয়াল, এ কোন আড়াল

ছাই হয় গোধূলি কারে যে বলি

এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন।

A R Shekhor's Library

আহা সংশয়, যা হবার হয়

বোঝেনা হৃদয় কত অপচয়

কংক্রিট মন, মিছে আলাপন

বিসর্জনে ক্লান্ত ভীষণ

মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ

ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন..

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন, আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন..

Mehr von chirkut

Alle sehenlogo

Das könnte dir gefallen