menu-iconlogo
huatong
huatong
avatar

Paharer Gaan

chirkuthuatong
paulozzmanhuatong
Liedtext
Aufnahmen
তোমারও কি ছোঁয়া বাকি হিজলী গাঁয়ের পাখি?

ঘুমে তার নাম ডাকি কাছে

শিয়রে শীতল হাওয়া, ঠিকানা হারিয়ে পাওয়া

চিঠিরা গুছিয়ে রাখা আছে

নদীর কাজলরেখা, হারিয়ে জমানো শেখা

অভিমান ভেসে যায় জলে

বোতাম হারানো জামা, অচেনা শহরে থামা

ছায়ারাও "ভালোবাসি" বলে

তবু আলো জ্বলে নেভে, তারাদের চেনা ভেবে

তুমিও কি পথ খুঁজে নেবে?

তোমারও কি ছোঁয়া বাকি হিজলী গাঁয়ের পাখি?

ঘুমে তার নাম ডাকি কাছে

শিয়রে শীতল হাওয়া, ঠিকানা হারিয়ে পাওয়া

চিঠিরা গুছিয়ে রাখা আছে

শরীরে শিকড় খোঁজা, হতাশা লুকোনো সোজা

আরশিরা আধবোজা ঘুমে

অচেনা আলোর শিখা, মরিচীকা, মরিচীকা

কথাদের প্রিয় মরশুমে

মোড়ানো পাতার ভাঁজে ব্যথারা জোনাকী সাজে

অহেতুক বর্ষণে ইতি

একা ছায়াপথে ফেরা, মেঘের পালকে ঘেরা

আমাদের মৃত পরিচিতি

তবু আলো জ্বলে নেভে, তারাদের চেনা ভেবে

তুমিও কি পথ খুঁজে নেবে?

তোমারও কি ছোঁয়া বাকি হিজলী গাঁয়ের পাখি?

ঘুমে তার নাম ডাকি কাছে

শিয়রে শীতল হাওয়া, ঠিকানা হারিয়ে পাওয়া

চিঠিরা গুছিয়ে রাখা আছে

Mehr von chirkut

Alle sehenlogo

Das könnte dir gefallen