তোমার মনখারাপে বর্ষা আসে
তোমার খামখেয়ালে বিকেল ফুরোয়
তুমি বাসলে ভালো চাঁদের আলো
নদীর জলে ঝিনুক কুড়োয়
সব বুঝেও কেন বুঝছো না যে তাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
রাতে ঘাসের উপর শিশির জমে
আর ভোরবেলাতে শিউলি ঝরে
আমি বলবো কি আর প্রেমের কথা
Privacy নেই মেসের ঘরে
তুমি না হয় শুধু মনখারাপই নাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
তুমি নিম্নচাপে ঝড়ের মত
ছাদের ঘরে শুকনো পাতা
আমার ভাল্লাগে না, ভাল্লাগে না
ফুরিয়ে গেছে আঁকার খাতা
তুমি নিম্নচাপে ঝড়ের মত
ছাদের ঘরে শুকনো পাতা
আমার ভাল্লাগে না, ভাল্লাগে না
ফুরিয়ে গেছে আঁকার খাতা
একবার মিথ্যে বলো সত্যি আমায় চাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও